ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হ ত্যা র প্রতিবাদে সুনামগঞ্জে সাংবাদিকদের কলমবিরতি

rising sylhet
rising sylhet
আগস্ট ১০, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে সাংবাদিকদের কলমবিরতি। গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জে কলমবিরতি পালন করছেন স্থানীয় সাংবাদিকরা। রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়।

সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান নেন। প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ বলেন, “তুহিন হত্যার ভয়াবহতা আমাদের আতঙ্কিত করেছে। এ ধরনের ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।”

এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ শহীদনূর আহমেদ, সাংবাদিক ঝুনু চৌধুরী, হাসান চৌধুরী, সুলেমান কবীর, ফুয়াদ মনি, রাজু আহমেদ রমজান এবং শাহ মোহাম্মদ ফরহাদ।

জেলার বিভিন্ন উপজেলা থেকেও সাংবাদিকরা এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন। দোয়ারাবাজার, জামালগঞ্জ ও ছাতক উপজেলায় স্থানীয় প্রেসক্লাব নেতারা কলমবিরতিতে অংশগ্রহণ করে প্রতিবাদে সমর্থন জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।