
রাইজিংসিলেট- সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে শায়েস্তাগঞ্জে মানববন্ধন। গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। একইসাথে সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয় কর্মসূচিতে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় মানববন্ধনের আয়োজন করে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহসভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান, অর্থ সম্পাদক মো. মহিবুর রহমান, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ মনির, সাংবাদিক শাহ মোস্তুফা কামাল, মামুন চৌধুরী, মুহিন শিপনসহ আরও অনেকে।
বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।