raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাত দিনে ৭ হাজার নেতা-কর্মী গ্রেপ্তারের অভিযোগ 

rising sylhet
rising sylhet
অক্টোবর ১০, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- সাত দিনে ৭ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তারের অভিযোগ। অক্টোবরের প্রথম সাত দিনে আওয়ামী লীগের সাত হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দলটি। বুধবার (৯ অক্টোবর) রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন অভিযোগ জানানো হয়।

পোস্টে বলা হয়, থানায় থানায় গ্রেপ্তার কোটা বেঁধে দিয়েছে সরকার। গত ১-৭ অক্টোবরের মধ্যে ৭০০০ জন আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার। মিথ্যা মামলায় ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। অথচ বেশিরভাগই নিরপরাধ। অন্তর্বর্তী সরকারের নির্দেশে গত ৭ দিনে ৭০০০-এর বেশি আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে বার্তা যাওয়ার পর জেলা পুলিশ সুপার থানাগুলোকে ‘গ্রেপ্তার কোটা’ বেঁধে দিয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দলটির এমপি-মন্ত্রীরাও অনেকে পালিয়ে যান, তবে কেউ কেউ গ্রেপ্তার হন। এ মূহুর্তে আত্মগোপনে রয়েছে অধিকাংশ নেতাকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতির মধ্যে সীমাবদ্ধ রয়েছে দলের কার্যক্রম।

৫৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।