রাইজিংসিলেট- সাত বছরের শিশুর বিরুদ্ধে সংঘটিত ঘটনায় যুবক আ ট ক। মাধবপুরে শিশু নির্যাতনের অভিযোগে একজন আটক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক শিশুর প্রতি অমানবিক আচরণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোরে অভিযান চালিয়ে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, শনিবার দুপুরে শিশুটির মা জরুরি প্রয়োজনে বাইরে গেলে অভিযুক্ত ব্যক্তি বাসায় ঢুকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। পরে শিশুটির কান্নাকাটি শুনে মা বাসায় ফিরে আসেন এবং বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, অভিযুক্ত শাহ আলম (৩৭) কে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, শিশুর পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।