জামালপুর প্রতিনিধিঃ প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ কর্তৃক ব্যবস্থাপনায় গ্রুপের এডমিন প্যানেল এই মহান উদ্যোগ গ্রহণ করেন। শুক্রবার ১৩ ডিসেম্বর সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের বাউন্ডারি দেয়ালে মানবতার প্রথম দেয়াল হিসাবে উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও সাহিত্যিক এবং সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক এম এ বারী আকন্দ, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (অবঃ) সহকারী শিক্ষক, কবি আলহাজ্ব আজিজুর রহমান, প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেল এর সদস্য মোঃ রাশেদ আকন্দ, মেহেদী মিরাজ, নাজমুল হাসান, ফরিদুল ইসলাম, সাইফুল ইসলাম, রোকনুজ্জামান সহ এলাকার সচেতন মহল।
হত দরিদ্র শীতার্ত, ফুটপাতে বসবাস রত, ভাস্যমান সহ অসহায়দের উপকারে আসে এমন ব্যবস্থা করা হয়েছে। যাদের অপ্রয়োজনীয় কাপড় রয়েছে তারা সেখানে রেখে যাবেন এবং যাদের প্রয়োজন তারা সেখান থেকে কাপড় নিয়ে যাবেন। মানবতার দেয়াল থাকবে সানন্দবাড়ী উত্তর বাজার, মধ্য বাজার, দক্ষিণ বাজার, কাউনিয়ারচর বাজার, বাঘারচর বাজার, পাথরেরচর বাজার, মিতালী বাজার, মৌলভীরচর বাজার সহ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে।
এমএ বারী আকন্দ বলেন – এমন মহান উদ্যোগ নেওয়ার জন্য প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তাদের এই মানবিক কাজের সাধুবাদ জানাচ্ছি।
প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন রাশেদ আকন্দ বলেন- আমি সকলের নিকট অনুরোধ করছি আপনার অপ্রয়োজনীয় কাপড় এখানে রেখে যাবেন এবং আপনার প্রয়োজনীয় কাপড় এখান থেকে নিয়ে যাবেন। এতেই আমাদের গ্রুপের সার্থকতা।
৪ বার পড়া হয়েছে।