আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে দুইদিন ব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র সহায়তায় ১৬ ও ১৭ জানুয়ারি দুইদিন ব্যাপী উক্ত কর্মশালা’র উদ্বোধন করা হয়। এতে বাস্তবায়নকারী সংস্থা ছিলেন সাপাহার উপজেলা পরিষদ।
কর্মশালা উদ্বোধনীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহ ইউপি চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন।
৪ বার পড়া হয়েছে।