সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের আহব্বানে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
গত বুধবার (১৫ মে) বিকেল ৫ টায় সাপাহার উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোকলেসুর রহমান মুকুলের নেতৃত্বে সদরের বালিকা বিদ্যালয় মোড় থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে তা সমাপ্ত হয়। এ সময় সাপাহার উপজেলা বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক সারোয়ার জাহান লাবু, আইহাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান মাস্টার,পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান,আহব্বায়ক সদস্য বদিউজ্জামান স্বপন,সাবেক ছাত্র ও যুব নেতা জুয়েল হক,গোয়ালা ইউনিয়ন বিএনপি নেতা জালাল উদ্দীন মাস্টার,পাতাড়ী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ আবু কাহার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে ভোট বর্জনের আহবান জানানো হয়।
সাধারণ ভোটারদের প্রতারণা মুলক এই ডামি নির্বাচনে ভোট প্রদান থেকে সর্বস্তরের জনগণ কে বিরত থাকতে অনুরোধ করা হয়। শাসক দল ছাড়া অন্য কোন রাজনৈতিক দল এই প্রহসনের নির্বাচনে অংশ গ্রহণ করেনি তাই ডামী নির্বাচনে
ভোট প্রদান থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়।