আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:সাপাহার আল হেলাল ইসলামি একাডেমি এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ সকল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীর হাতে পুরুস্কার তু্লে দেওয়া হয়।
শনিবার- সকালে আল হেলাল ইসলামি একাডেমি এন্ড কলেজ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আল হেলাল ইসলামি একাডেমি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আ ফ ম গোলাম মাওলা (হেলাল) এর সভাপতিত্বে ও অধ্যক্ষ মাহবুবুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান হোসেন মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: নইমুদ্দিন। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো: সাদিকুল হক শাহ্ চৌধুরী , মো: নজিবর রহমান, মো: আমিনুল হক সহ আরও আলোচনা রাখেন মিন্টু হাসান (অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র), নাবিল রুয়েটে অধ্যয়নরত, নুরে আফসানা সরওয়ার্দী মেডিকেল অধ্যয়নরত ও ফাতিমা সরওয়ার্দী মেডিকেল অধ্যয়নরত।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখা। মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে নিতে হবে নিজেকে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।