ঢাকারবিবার , ১৬ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে এসএসসি পরীক্ষায় কৃতকার্যদের সংবর্ধনা প্রদান

rising sylhet
rising sylhet
জুন ১৬, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:সাপাহার আল হেলাল ইসলামি একাডেমি এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ সকল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীর হাতে পুরুস্কার তু্লে দেওয়া হয়।

শনিবার- সকালে আল হেলাল ইসলামি একাডেমি এন্ড কলেজ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আল হেলাল ইসলামি একাডেমি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আ ফ ম গোলাম মাওলা (হেলাল) এর সভাপতিত্বে ও অধ্যক্ষ মাহবুবুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান হোসেন মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: নইমুদ্দিন। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো: সাদিকুল হক শাহ্ চৌধুরী , মো: নজিবর রহমান, মো: আমিনুল হক সহ আরও আলোচনা রাখেন মিন্টু হাসান (অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র), নাবিল রুয়েটে অধ্যয়নরত, নুরে আফসানা সরওয়ার্দী মেডিকেল অধ্যয়নরত ও ফাতিমা সরওয়ার্দী মেডিকেল অধ্যয়নরত।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখা। মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে নিতে হবে নিজেকে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।

৩৩৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।