raising sylhet
ঢাকারবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে কাফী হ ত্যা র বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ২৪ ঘন্টায় জড়িতদের গ্রে ফ তারের দাবী

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আল হেলাল ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজ এর সহকারি শিক্ষক ও জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলার সাধারন সম্পাদক আব্দুল্লাহীল কাফী শুক্রবার রাত ১০ টার সময় দুর্বৃত্তের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।এই হত্যার বিচারের দাবিতে উপজেলার জিরো পয়েন্ট মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার আল হেলাল ইসলামি একাডেমী স্কুল এন্ড কলেজ ও সাপাহার উপজেলার সাধারন শিক্ষার্থীরা একত্রিত হয়ে উপজেলা উত্তরের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্ট স্বাধীনতার মুক্ত মঞ্চে এসে জড়ো হয় এবং প্রতিবাদ জানানো হয়।আব্দুল্লাহীল কাফী হত্যায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে সাধারন শিক্ষার্থীরা।

Advertisements

উল্লেখিত গত শুক্রবার রাত ১০ টার সময় আইহাই ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার প্রোগ্রাম শেষ করে সাপাহারের উদ্দেশ্যে রওনা হলে মানিকুড়া ও সৈয়তপুর এর মাঝামাঝি স্থানে একদল দুর্বৃত্তকারী লাঠী সোটা নিয়ে গাড়ি রোধ করে বেধড়ক পিটুনি দিয়ে পালিয়ে যায় এসময় তাদের আত্নচিৎকারে এলাকার মানুষজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে রাজশাহী রেফার্ড করেন। এবং রাজশাহী চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ২ টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে শিক্ষার্থীরা জানান আর কোন অরাজকতা ও এরকম নেক্কারজনক ঘটনা সাপাহারের মাটিতে ঘটতে দিবেনা একারনে হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় এবং এই হত্যা কান্ডে যারা জড়িত তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন। জড়িতদের গ্রেফতার না করতে পারলে শিক্ষার্থীরা তারা তাদের বিক্ষোভ চলমান রাখবে।

১৬৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।