সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে গাছের সাথে শত্রুতা: লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। নওগাঁর সাপাহারে ২ ধাপে এক বাগানীর আড়াই শ আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। যাতে করে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তাঁতইর গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে ইলিয়াসের বাগানে।
জানা গেছে, গত ৪ বছর আগে ইলিয়াস তার বাগানে ২৫০ টি বারি ফোর ও আম্রপালি জাতের গাছ লাগান। কে বা কারা গত ২৫ আগষ্ট রাতের অন্ধকারে ইলিয়াসের বাগানে প্রবেশ করে গাছ কেটে ফেলে। যাতে করে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ইলিয়াস। সকালে বাগান দেখতে গিয়ে মাথায় হাত পড়ে বাগানী ইলিয়াসের।
বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী ইলিয়াস
৬৬ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।