আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সারাদেশে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদে অতিদরিদ্র অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে দুঃস্থদের জন্য ১০ কেজি হারে বিনামূল্যে খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্জাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান।
এসময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওহেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, ইউপি সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ অতিদরিদ্র অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে দুঃস্থদের জন্য ১০ কেজি হারে বিনামূল্যে খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় এই ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের জন্য ৫ হাজার ৯০২ টি পরিবারে মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৩-৪ দিনের মধ্যে এই চাল বিতরণ কার্যক্রম সম্পূন্ন করা হবে।