আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ছাত্র ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাঝে উপহার হিসেবে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার আলহেলাল ইসলামি একাডেমী এন্ড কলেজের উদ্যোগে বিদ্যালয় ক্যাম্পাসে উক্ত বিদ্যালয়ে অধ্যায়নরত ৪৮ জন ছাত্র ছাত্রী ও প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাঝে শীত বস্ত্র উপহার হিসেবে দেওয়া হয়।
এসময় আলহেলাল ইসলামি একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবুল আলম ছাত্র ছাত্রী ও কর্মচারীদের হাতে উপহার হিসেবে একটি করে কম্বল তুলে দেন।
৭৮ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।