raising sylhet
ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সাপাহারে ট্রাক-চার্জারের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

rising sylhet
rising sylhet
নভেম্বর ২১, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ট্রাক ও অটো চার্জারের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিক (৪৫) নামে এক চার্জার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় চার্জারের আরোহী তিনজন কলেজ ছাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোডাউন পাড়া মোড়ের নিচে। নিহত সিদ্দিক পত্নীতলা উপজেলার অষ্টমাত্রা গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আ. সামাদের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলা সদরের ওয়ালটন মোড় থেকে মহিলা কলেজের কয়েকজন ছাত্রীকে নিয়ে বাঁকরইলের উদ্দেশ্যে রওনা দেয় চার্জারটি। এমতাবস্থায় গোডাউন পাড়া মোড়ের নিচে অপর দিক থেকে আসা ধান বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট- ২২-৪৬৭৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই চার্জারের চালক ও আরোহীরা মর্মান্তিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় চার্জার চালক সিদ্দিকক কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে ওই ঘাতক ট্রাক, ড্রাইভার ও হেলপারকে আটক করে থানায় আটক করে।

এবিষয়ে ড্রাইভার আল আমিন বলেন, “আমরা বাঁকরইল থেকে চাঁপাইনবাবগঞ্জে ধান নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে গোডাউন পাড়া মোড়ে ওঠার সময় চার্জারটি পাল্টি মারলে আমি কন্ট্রোল হারিয়ে ঘটনাটি ঘটে “।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।

২৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।