ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

rising sylhet
rising sylhet
জুন ৬, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উৎসবে আনন্দে দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সাপাহার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কর্তন,আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

পত্রিকার উপজেলা প্রতিনিধি বাবুল আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন (মন্ডল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বী বাংলাদেশ প্রেসক্লাব সাপাহার উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী,সাপাহার মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম,সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি নিখিল চন্দ্র বর্মন,দৈনিক আজকালের খবর প্রতিনিধি গোলাপ খন্দকার,দৈনিক ভোরেরপাতা পত্রিকার প্রতিনিধি নয়ন বাবু, দৈনিক সাতমাথা প্রতিনিধি: আব্দুল আলিম, মোস্তফা কামাল সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজসেবীগণ উপস্থিত ছিলেন।

১৮৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।