আব্দুল আলিম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহারে বাংলাদেশ জামায়াততে ইসলামীর ওয়ার্ড ভিত্তিক মত বিনিময় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪ টায় সাপাহার উপজেলা শাখার উদ্যোগে সাপাহার সদরের রাজ্যধর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১,২ ও ৩ নং ওয়ার্ড ও সাহবাজপুর মাদ্রাসা মাঠে ৭,৮ ও ৯ নং ওয়ার্ড কর্মী সমর্থকদের মাঝে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের (তরুণ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার আমির মাও: আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ -১ সাপাহার পোরশা ও নিয়ামতপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (এমপি) পদ প্রার্থী সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম। এ সময় উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।