আব্দুল আলিম,সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নিখোঁজ। নওগাঁর সাপাহারে অবস্থিত কওমি মাদ্রাসার ছাত্র জাহিদ হাসান নিখোঁজ হয়েছে।
সাপাহার থানার অভিযোগ সূত্রে জানাযায়, নিখোঁজ জাহিদ হাসান পাশ্ববর্তী উপজেলা পত্নীতলা থানার শিহাড়া ইউনিয়নের আমন্ত গ্রামের আব্দুল মালেক (৩৮) এর ছেলে। গত ইং-৩১/০৮/২০২৪ তারিখে বিকাল আনুমানি ০৪.০০ ঘটিকার সময় নিজ বাড়ী হইতে জাহিদ হাসান মাসিক ছুটি শেষে সাপাহার কাওমী মাদ্রাসায় লেখা-পড়া করার উদ্দেশ্যে রওনা দিয়ে অদ্য ইংব ০৫/০৯/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.৩০ ঘটিকার সময় সাপাহার কাওমী মাদ্রাসায় উপস্থিত হয়। মাগরিবের নামাজ শেষে লেখা পড়া শুরু করে এমতবস্থায় এশার নামাজের ছুটি হয় এশার নামাজ শেষ হওয়ার পর থেকে জাহিদ হাসানকে খোঁজে পাওয়া যাচ্ছে না।অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ খোঁজাখুঁজি করে না পেলে সৎক্ষনাত জাহিদ হাসানের বাবাকে জানান তার বাবাও তার আত্নীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করে না পেলে তার বাবা ৪ আগস্ট স্ব শরিরে সাপাহার থানায় উপস্থিত হয়ে একটি সাধারন ডাইরী করেন।
নিখোঁজ হওয়া শিক্ষার্থীর মুখের আকৃতি গোলাকার,পরনে ছিল মাথায় টুপি, শরীরে জুব্বা, পায়ে স্যান্ডেল, উচ্চতা ৫ফিট, ২ইঞ্চি।
যোগাযোগ ঠিকানা
মো:আব্দুল মালেক
মোবা:নং-০১৭৮৫২৫০৭৪৫