আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ)প্রতিনিধি:সাপাহার উপজেলার পাতাড়ী মাদ্রাসা পাড়া থেকে মোছাঃআনওয়ারী বেগম(৩৫)নামের এক গৃহবধূ রহস্য জনক ভাবে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ ওই গৃহবধুর স্বামী ও বাবার বাড়ির লোকজন সম্ভাব্য সকল স্থানে খুজাখোজি করে কোন সন্ধান পায়নি। এ ব্যাপারে নিখোঁজ আনওয়ারী বেগমের পিতা মাহবুবুর রহমান শুক্রবার দুপুরে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন।
উল্লেখ্য যে একই উপজেলার কলমুডাঙ্গা গ্রামের মাহাবুর রহমানের মেয়ে মোছাঃ আনওয়ারী বেগমের সাথে পাতাড়ী মাদ্রাসা পাড়ার শফিকুল ইসলামের বিয়ে হয়। তাদের দীর্ঘদিনের সংসার জীবনে দুই মেয়ে ও এক ছেলে আছে। কয়েক দিন পুর্বে গৃহবধূ আনওয়ারী বেগম বাবার বাড়ি বেড়াতে গিয়ে ছিলেন। সেখানে কয়েকদিন থাকার পর ঘটনার দিন গত বৃহস্পতিবার বিকেলে তিনি স্বামীর বাড়ি ফিরে আসেন। সংসারের কাজ কর্ম যথারীতি করার এক পর্যায়ে রাত ৮ পর ওই গৃহবধূ নিজ বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হন। নিখোঁজের পর স্বামী ও তার পিতার পরিবার থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়ে অদ্য পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত),রায়হান কবির জানিয়েছেন।