ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২২, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে শহীদ জিয়াউর রহমান স্মৃতি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর রবিবার উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিকাল ৪:০০টায় মদন শিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষনা করেন পোরশা উপজেলা বিএনপি সভাপতি ও নওগাঁ জেলা বিএনপির আহবায়ক এবং ৪৬,নওগাঁ -১ আসনের সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জননেতা শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা বিএনপির ১নং ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আকতার হোসেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ, ওয়ার্ড যুবদল সভাপতি কোরবান আলী,১নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ সহ খেলায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলার ধারাভাষ্যে ছিলেন মহাদেবপুর সরকারি মহিলা কলেজ প্রভাষক মনিরুজ্জামান মনির,
উক্ত খেলায় পিছল ডাঙ্গা ফুটবল একাদশকে
৫-৩ গোলে পরাজিত করেছে সাপাহার বরেন্দ্র একাদশ হয়।
খেলা শেষে মেন অফদা ম্যাচ হিসেবে ভালো খেলোয়াড়,রেফারী, ধারাভাষ্যকার,আগত সুধীজন সহ দুই দলকে পুরস্কৃত করা হয়।

৮৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।