raising sylhet
ঢাকাশনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন। প্রধান শিক্ষকদের নবম গ্রেড ও সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ১২টায় উপজেলার মেইন ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বৈষম্যবিরোধী বিরোধী প্রাথমিক শিক্ষক পরিষদের ব্যানারে আয়োজিত ঘন্টা ব্যাপি চলা ওই কর্মসূচিতে শিক্ষক

মোঃ আমিনুল হক, জিয়াউর রহমান, হাফিজুর রহমান,মোঃ খাইরুল আলম, মো,ইব্রাহিম হোসেন,
মোঃ দেলোয়ার হোসেন, দেওয়ান সুরাইয়া, মোঃ ফারুক হোসেন, মোঃ জিয়াউর রহমান, মর্জিনা খাতুন,
মোঃ আশরাফ আলী, সেলিম উদ্দীন,
জাহাঙ্গীর আলম,আব্দুল আওয়াল,
মোঃ শামীম, মোঃ আমিরুল। প্রমুখ বক্তব্য রাখেন।

এতে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখি। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকরা যে বেতন পান তা দিয়ে জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে।

মাবববন্ধনে প্রাথমিক শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে। এজন্য প্রাথমিক শিক্ষার সব স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সময় উপযোগী একটি যৌক্তিক প্রাথমিক শিক্ষা সংস্কার করা প্রয়োজন।

তবে বৈষম্যপূর্ণ সংস্কার প্রস্তাব বাতিলেরও দাবি জানান তারা। শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট স্মারকলিপি দেওয়া হয়।

৪৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।