আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে হিন্দুধর্মালম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার পূজা উৎযাপন পরিষদের সদস্য আম আড়ৎ সমিতির সভাপতি কার্তিক সাহার আড়ৎ ঘরে এলাকার বিভিন্ন হিন্দু পরিবারের সদস্যদের সাথে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
সাপাহার পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্রী কার্তিক সাহার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির নওগাঁ জেলা সদস্য শিরন্টী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাকী, সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন, সাধারন সম্পাদক আব্দুলাহ হীল কাফী, আল হেলাল ইসলামি একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, সাদেকুল হক শাহ চৌধুরী, এসকে সাদেকুল, শিরন্টী ইউনিয়ন আমিন মাওলানা ইয়াহইয়া, প্রমুখ।
৭০ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।