
আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে মুক্ত মঞ্চে উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৪৬ নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম ৫দফা দাবির সপক্ষে যৌক্তিক পর্যালোচনা তুলে ধরে বক্তব্য রাখেন এবং ৫দফা কর্মসূচী বাস্তবায়নের পর নির্বাচনের দাবী করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে আমীর আবুল খায়ের তরুণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২ নং গোয়ালা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আতিকুর রহমান,৫নং পাতাড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান, ৩নং শিরন্টি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবৃদুল লতিফ মাস্টার,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল্লাহ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদুর রহমান ও উপজেলা সেক্রেটারি প্রভাষক মাসুদ রানা প্রমূখ।
এসময়ে বাংলাদেশ জামায়ােত ইসলামী সাপাহার উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।