আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ৬ ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪ টায় সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্ট হয়ে একটি বিক্ষোভ মিছিল শেষে নতুন বাসস্টান্ড সংলগ্ন একটি আড়ত ঘরে উপজেলার ৬টি ইউনিয়নের ছাত্রদলের নেতা কর্মীদের সাথে নিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাপাহার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল ইউনিটের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাপাহার উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইমাম হোসেন রিফাত সহ সকল ইউনিয়নের ছাত্রদলের নেতা কর্মীবৃন্দ।
৬৮ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।