আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা সদরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল হেলাল ইসলামি একাডেমি এন্ড কলেজের সাবেক সভাপতিদের স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১০ টায় আল হেলাল ইসলামি একাডেমি এন্ড কলেজ কর্তৃক আয়োজিত প্রাক্তন সভাপতি মরহুম আলহাজ্ব জালাল উদ্দীন, মাজহারুল হক ও আ, ফ,ম গোলাম মাওলা এর স্মরণ সভা ও দোয়ার মাহফিলের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা আ: বাকী এসময় স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য নজিবর রহমান, সাদেকুল হক শাহ্ চৌধুরী, ও আমিনুল হক প্রমুখ।
উক্ত স্মরণ সভা ও দোয়ার মাহফিলে অত্র প্রতিষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
দোয়া ও স্মরণ সভায় নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।