ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশে ফুটবল খেলা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
মে ২০, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম,সাপাহার, নওগাঁ প্রতিনিধি:নওগাঁর সাপাহার উপজেলায় অবস্থিত সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত মৌসুমি প্রতিযোগিতায় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ৩ টি দলে ভাগ হয়ে এ খেলাটি অনুষ্ঠিত হয়। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও বিনোদনের লক্ষ্যে এ ধরনের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।

ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের পারদর্শিতা ও দলগত সহযোগিতার মনোভাব প্রদর্শন করে। আয়োজনে উপস্থিত ছিলেন অসংখ্য অভিভাবক ও শিক্ষক, যাঁরা শিক্ষার্থীদের উৎসাহিত করেন করতালির মাধ্যমে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাংবাদিক গোলাপ খন্দকার বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের জন্য প্রস্তুত হোক। শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলা ও মৌসুমী প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।বইয়ের পাঠের বাইরেও শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য এমন আয়োজন অত্যন্ত জরুরি। খেলাধুলা শিশুদের চরিত্র গঠনে ভূমিকা রাখে।

এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলে, “খেলাধুলার মধ্য দিয়ে আমরা যেমন আনন্দ পাই, তেমনি একে অপরকে সহযোগিতা করার শিক্ষা পাই।”

বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, “স্কুলে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আজকের খেলায় আমাদের সন্তানরা কতটা আত্মবিশ্বাসী, তা দেখে ভালো লেগেছে।

এই আয়োজনকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক—সবাই মিলে একটি প্রাণবন্ত বিকেল উপভোগ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।