raising sylhet
ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার জামায়াত নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে সাপাহার জামায়াত নেতা হত্যার আসামীকে গ্রেফতার করেছে সাপাহার থানা পুলিশ।

গত মঙ্গলবার রাতে ঝটিকা অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকা থেকে আসামীদের নিজ বাড়ী হতে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জর সোনা মসজিদ বালিয়া দিঘী গ্রামর ভুল্লু ওরফে ভুলুর ছেলে রেজাউল ইসলাম রেজা (৪৮) ও তার স্ত্রী সায়মা খাতুন (৪৪)।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব এর বর্ণনা মতে গত ৩০ আগষ্ট সাপাহার দলীয় প্রোগ্রাম শেষ করে উপজেলার আশড়ন্দ বাজার হতে সাপাহার উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামী সাপাহার উপজেলা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ্ হিল কাফি ও তার সহযোগী রাত্রি ১০টার দিকে সাপাহার সদরে আসছিল।

রাস্তায় একদল ছিনতাইকারী দূর্বৃত্তরা তাদের পথ রোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং জামায়াত নেতার মাথায় আঘাত করেন। রাতেই তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৩১আগষ্ট তার মত্যু হয়। মৃত্যুর পর দলের পক্ষ থেকে সাপাহার থানায় একটি ছিনতাই ও খুনের মামলা দায়ের করা হয়।

নিহত জামায়াত নেতা আব্দুল্লাহ্ হিল কাফি”র ছিনতাই হওয়া ওই মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশের সাপাহার সার্কেল এম এম সবুজ রানা ও অফিসার ইনচার্জ পলাশ দেব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে বালিয়া দিঘী গ্রামের বাড়ী হতে হত্যা মামলার আসামী রেজাউল কে এবং নিহত জামায়াত নেতার

ছিনতাইকৃত মোবাইল ফোন টি তার স্ত্রীর নিকট হতে উদ্ধার করায় আসামীর স্ত্রী সায়মা খাতুন কে গ্রেফতার করেন।
বুধবার আসামীদের নওগাঁ কোর্টে প্রেরণ করেন এবং রিমান্ড চেয়ে আবেদন করেন বলে অফিসার ইনচার্জ পলাশ দেব জানিয়ছন।

৭৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।