• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সাপাহার মডেল সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৩
সাপাহার মডেল সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর সোমবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ্ আল মামুন। অন্যান্যর মধ্যে সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে দোয়া মাহফিল ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

১২৫ বার পড়া হয়েছে।