
রাইজিংসিলেট- সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় একটি নোটিশ টাঙিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৮ সেপ্টেম্বর, রবিবার দুপুরে তিন সদস্যের একটি দল রাজধানী ঢাকা থেকে এসে নগরীর পাঠানটুলা এলাকায় অবস্থিত তার বাসভবনে এ নোটিশ টাঙিয়ে যায়।
দুদক সূত্রে জানা গেছে, আনোয়ারুজ্জামান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বৈধ আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। প্রাথমিক অনুসন্ধানেও এই অভিযোগের সত্যতা মিলেছে বলে জানায় সংস্থাটি।
এই প্রেক্ষিতে দুদক আইন ২০০৪-এর ধারা ২৬(১) অনুযায়ী, ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের সম্পূর্ণ বিবরণ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে জানানো হয়, সময়মতো বিবরণী না দিলে কিংবা মিথ্যা তথ্য প্রদান করলে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশটি স্বাক্ষর করেন দুদকের পরিচালক (মানি লন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম। বাসায় কাউকে না পেয়ে দুদকের পক্ষ থেকে তা ঝুলিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সহকারী পরিচালক আসাদুজ্জামান।