ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সামজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তা দিলেন নাদেল

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৯, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী ওরফে নাদেলের একটি ভিডিও বার্তা সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডর ভিডিওতে এমন দাবি করেছেন নাদেল।

ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চ মাসের মধ্যেই দেশে ফিরবেন। তবে কখন, কিভাবে ফিরবেন তার কিছুই বলেননি তিনি।

ভিডিও বার্তায় নাদেল বলেন, ‘আজকে শুধু এই দেশের মানুষ নয়, এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে। এবং এই বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ্ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন।

৫৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।