
রাইজিংসিলেট- মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান সংঘাতের সময় ইরানের একটি প্রতিশোধমূলক অভিযানে অন্তত ৩০ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইরাকে নিযুক্ত ইরানের প্রাক্তন রাষ্ট্রদূত হাসান কাজেমি কোমি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
হাসান কাজেমি বলেন, “১২ দিনের সংঘাত চলাকালে একটি ইরানি অভিযানে ৩০ জন ইসরায়েলি পাইলট নিহত হন। এটি ইসরায়েলের জন্য ছোট কোনো ধাক্কা নয়।” তিনি আরও বলেন, “শত্রুর লক্ষ্য ছিল ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা, কিন্তু তারা তা ব্যর্থ হয়েছে।”
তার ভাষ্য অনুযায়ী, ইসলামি বিপ্লবের নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধ নিয়েছে এবং এই অঞ্চলে শত্রুদের বৃহত্তর পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন শহরে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দখলকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে ইরান কাতারে অবস্থিত আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে ধারাবাহিক হামলা চালায়। পরে ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হলে এই সংঘাতের অবসান ঘটে।