একটি সালিশি বৈঠকে অংশ নিতে থানায় গিয়ে আকমল হোসেন (৪২) নামে এক আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃত আকমল হোসেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এবং কামালপুর গ্রামের মৃত আনার আলীর ছেলে।
বুধবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর। এর আগে মঙ্গলবার রাতে ঈশ্বরদী থানা ভবন থেকে তাকে আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, আওয়ামী লীগ নেতা আকমল হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামির তালিকায় ছিলেন। গত রাতে তিনি অন্য একটি বিষয়ে থানায় এসেছেন এমন খবর পাওয়ার পর তাকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও আকমল হোসেনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আরেকটি মামলা রয়েছে। তবে ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন, ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের দাদপুর ও খারজানি গ্রামবাসীর মধ্যে একটি গোরস্থানের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে সম্প্রতি ওই এলাকায় কয়েকদিন ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনা মীমাংসার জন্য দুই পক্ষের লোকজনকে থানায় ডাকা হয়। সেখানে সালিশি বৈঠকে অংশ নিতে থানায় গিয়ে আওয়ামী লীগ নেতা আকমল হোসেন গ্রেপ্তার হয়েছেন।