• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সন্ধ্যা রাতে সালুটিকর চেঙ্গের খাল নদীতে মৎস্য শিকারীদের আনাগোনা

risingsylhet.com
প্রকাশিত মার্চ ২২, ২০২৩

রাইজিংসিলেট- সিলেট এয়ারপোর্টের পাশ্ববর্তী এলাকায় সালুটিকর চেঙ্গের খাল নদীতে হঠাৎ করে মাছ ভেসে ভেসে খাচ্ছে, ছোট থেকে বড় মাছ সব ধরনের মাছোই দেখা যাচ্ছে আজ সন্ধার পর থেকে।

সন্ধ্যার পর থেকে চেঙ্গের নদীতে শুধুই লাইটের আলোয় আলোকিত দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো উৎসব মুখর অনুষ্ঠান চলছে। মৎস্য শিকারীরা যে যেভাবে পারছে সে সেভাবেই মাছ ধরতেছে।

মাছ শিকারী’রা আজ গায়ে পানি লাগাতে স্বাচ্ছন্দ্যবোধ করতেছেন আবার শহর থেকে আশা শিকারীরা নদীর ধারে বসে আবার কেউ কেউ ডিঙি নৌকায় চড়ে সুবিধাজনক স্থানে গিয়ে মাছ শিকার করছেন।

স্থানীয়দের সাথে কথা বলে যানা যায় যে চেঙ্গের খাল নদী ভারতের সাথে সংমিশ্রণে কারণে মাঝেমধ্যে কয়লার পানি নামে, আর তখন নদীর পানি গুলা হয়ে যায়। আর গুলা হওয়ার জন্য মাছ ভেসে উঠে।

৪২ বার পড়া হয়েছে।