ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ ইফতার

rising sylhet
rising sylhet
মার্চ ৮, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ads

সি.কৃ.বি. প্রতিনিধি : জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় দোয়া ও গণ ইফতারের আয়োজন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

শুক্রবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও গণ ইফতারের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা হারুন অর রশিদ। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য স্বমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম এর সঞ্চালনায় আলোচনা পরবর্তীতে দেশ ও জাতির কল্যানে দোয়া শেষে ইফতার করেন সবাই।

সিকৃবির বৈষম্যবিরোধী ছাত্রনেতা আল হোসাইন জানান, ৫ আগষ্ট পরবর্তী বাস্তবতায় আমরা একটি স্বাধীন পরিবেশ পেয়েছি যার ছোঁয়া ছড়িয়ে পড়েছে সর্বত্র। তারই বাস্তবতায় আমরা আজ সুন্দর একটি “গণ ইফতার ” করতে পেরেছি। আমাদের উদ্দেশ্য ছিল সুন্দর একটি আয়োজন করে আমাদের শহীদদের স্মরন ও সবার সাথে ভালোবাসা ভাগাভাগি করা। আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি মানুষের সমাগম হয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ! সুন্দর করে আমরা আমাদের প্রোগ্রাম সফল করতে পেরেছি।

গণ ইফতারের মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অন্য ধর্মের শিক্ষার্থীদের জন্যেও খাবার ব্যাবস্থা করা হয়। ছাত্র ছাত্রীসহ প্রায় এক হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করা হয়েছে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিকৃবির নেতৃবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।