ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে স্বশরীরে ভর্তি কার্যক্রম শুরু

rising sylhet
rising sylhet
মে ২৬, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আইনুল হক, সি.কৃ.বি. প্রতিনিধি :সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ কৃষিবিজ্ঞানে ডিগ্রি প্রদানকারী নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বমন্বিত কৃষি গুচ্ছের স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বশরীরে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভর্তি কার্যক্রম উদ্বোধন শেষে নতুন শিক্ষার্থীদের সবুজ-শ্যামল ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, ভর্তিকৃত শিক্ষার্থীরা প্রত্যেকই মেধাবী। আগামীতেও তারা শিক্ষা ও গবেষণায় তাদের মেধার স্বাক্ষর রাখবে। প্রত্যেকের বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন থেকেই পড়াশোনায় মনোনিবেশ করবে। আগামীর কৃষিবিদরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে প্রথম দিনের কার্যক্রম শেষে ভর্তি হয়েছেন মোট ৩৫৬ জন শিক্ষার্থী। এরমধ্যে ভেটেরিনারি অনুষদে ১০২ জন, কৃষি অনুষদে ৮৪, মাৎসবিজ্ঞান অনুষদে ৭৩ জন, কৃষি অর্থনীতি অনুষদে ৪৩ জন, কৃষি প্রকৌশল অনুষদে ৩৬ জন এবং জীব প্রকৌশল অনুষদে ১৯ জন ভর্তি হয়েছেন। ফলে এখনো ফাঁকা রয়েছে ২২৪ টি আসন। বিষয়টি নিশ্চিত করেছেন সিকৃবির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাবর্ষের চুড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৭ ও ২৮ মে চলমান থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে এ ভর্তি কার্যক্রম। প্রতিটি অনুষদে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীরা অনুষদের ডিন অফিসে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন।

এবছর কৃষি গুচ্ছের ৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ে সিট রয়েছে মোট ৩ হাজার ৮৬৩ টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ টি , সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ টি সিটে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।