ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবির নতুন প্রক্টর অধ্যাপক হলেন-জসিম উদ্দিন

rising sylhet
rising sylhet
মার্চ ১৯, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আইনুল হক, সি.কৃ.বি. প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ। ১৭ মার্চ (সোমবার) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আসাদ-উদ-দৌলা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে জানানো হয়।

দায়িত্ব নেয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সিকৃবিকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

প্রক্টর হিসেবে যোগদানের পূর্বে অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের বিভাগীয় প্রধান, কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন ও সিকৃবির সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ড. জসিম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। তার সহধর্মিনী শাহনাজ বেগম ২৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করে বর্তমানে সিলেট এম.সি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।