ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবি ভেটেরিনারি ছাত্র সমিতির নেতৃ ত্বে মাসুদ-শিঞ্জন-তুহিন

rising sylhet
rising sylhet
মার্চ ১০, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ads

সি.কৃ.বি. প্রতিনিধি :সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি ছাত্র সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৫ গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মাসুদুর রহমান খোন্দকার এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের মোঃ জিহাদুল ইসলাম শিঞ্জন।

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্র সমিতির নির্বাচিত প্রতিনিধি সহ ১৬ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। এর আগে, ভেটেরিনারি অনুষদের বিভিন্ন ব্যাচের ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৭৬ টি ভোট পেয়ে সহসভাপতি হিসেবে মোঃ মাসুদুর রহমান খোন্দকার এবং ৭৩ ভোট পেয়ে মোঃ জিহাদুল ইসলাম জিএস নির্বাচিত হন। যুগ্ম-সম্পাদক মোঃ নিয়ন হাসান তুহিন পান ৪৬ টি ভোট।

নবগঠিত কমিটির সহ সভাপতি (ভিপি) মোঃ মাসুদুর রহমান খোন্দকার বলেন, ভেটেরিনারি কলেজ থেকে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। সে হিসেবে ভেটেরিনারি অনুষদ এই বিশ্ববিদ্যালয়ের প্রথম অনুষদ এবং বিশ্ববিদ্যালয়কে ব্যাপকভাবে প্রতিনিধিত্ব করে। এই অনুষদের শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়াটা অনেকটা চ্যালেঞ্জের। সবার সহযোগিতায় অনুষদের জন্য ভালো কিছু করে যেতে পারবো বলে আমি আশাবাদী।

নবগঠিত কমিটির অন্যান্য পদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে আছেন অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন। এছাড়া ক্রিড়া সম্পাদক হিসেবে মোঃ কামরুল হাসান, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আনোয়ার কবির জিহাদ, সাহিত্য ও প্রকাশনা হিসেবে মোঃ মামুন অর রশিদ দায়িত্ব পেয়েছেন।

সদস্য হিসেবে আছেন রায়হান আহমদ, মো: ওয়াহিদুল হক তুহিন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, তাহজিব ইসলাম সৌরভ, আলিফুল ইসলাম সৈকত, মুবতাসিম ফুয়াদ রওনক ও রাহিমুল হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।