ঢাকাসোমবার , ৩১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিগারেট খাওয়ার প্রতিবাদ করাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় এক জনের মৃ ত্যু

rising sylhet
rising sylhet
মার্চ ৩১, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ্যে সিগারেট খাওয়ার প্রতিবাদ করাকে কেন্দ্র করে ২ যুবকের মারধরের ঘটনায় রোমান হাওলাদার নামে এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কার্যালয়ের সামনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ।।

নিহত রোমান হাওলাদার উপজেলার গৈড্যা এলাকার মৃত্যু আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।

সোমবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ হাসান সেলিম।

স্থানীয়রা জানান, নিহত যুবকের বাড়ির সামনে ২ যুবক প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ২ যুবক রোমান হাওলাদারকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ওই ২ যুবককে আটক করে পুলিশ।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের পরিবার ও স্বজনরা।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ হাসান সেলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আটকরা হলেন- উপজেলার সখিপুর থানার আরশীনগর ইউনিয়নের মালত কান্দি এলাকার রফিজল মোল্লার ছেলে মনির হোসেন মোল্লা (২৫) ও তার ভাই কবির হোসেন মোল্লা (২৩)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।