ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিদ্দিকুর রহমান পাপলুকে একটি কারণ দর্শানো নোটিশ দিয়েছে কেন্দ্র

rising sylhet
rising sylhet
মার্চ ২৮, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

সদ্যঘোষিত সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (৩) সিদ্দিকুর রহমান পাপলুকে একটি কারণ দর্শানো নোটিশ দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার (২৮ মার্চ) বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত নোটিশে আগামী ৩ দিনের মধ্যে লিখিত জবাব দিতে পাপলুকে নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ- গত ২১ মার্চ সিলেটে জাতীয় নেতৃবৃন্দের সাথে অসাংগঠনিক আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দলের শৃঙ্খলা বহির্ভূত এ ধরণের কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৩ দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের মহাসচিব বরাবরে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হচ্ছে।

এ নোটিশের কপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি বরাবরে পাঠানো হয়েছে।

৯০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।