• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিবিএফ ও ক্রিশ্চিয়ান এইড-এর সহায়তায় আভাস জলবায়ু অভিযোজন প্রকল্পের অবহিতকরণ সভা

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৩

বরিশাল প্রতিনিধি ঃসিবিএফ ও ক্রিশ্চিয়ান এইড-এর সহায়তায় আভাস জলবায়ু অভিযোজন প্রকল্পের অবহিতকরণ সভা, গতকাল বুধবার বেলা ৩ টায় সেরনিয়াবাদ ভবনে বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এর আয়োজনে দাতা সংস্থা ক্লাইমেট ব্রীজ ফান্ড-সিবিএফ (সিবিএফ, ব্র্যাক প্রতিষ্ঠিত একটি ট্রাস্ট ফান্ড যা কেএফডাব্লিউ এর মাধ্যমে জার্মান সরকারের অর্থ সহায়তায় গঠিত) ও ক্রিশ্চিয়ান এইড এর কারিগরী সহায়তায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত বরিশাল নগরীর বঙ্গবন্ধু কলোনস্থি অভিবাসীদের সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “রেসপন্ডিং টু ক্লাইমেট চেইঞ্জ এ্যান্ড কোভিড-১৯ ক্রাইসিস ইন বঙ্গবন্ধু কলোনি, এ ভালনার‌্যাবল আরবান স্লাম অব বরিশাল ডিস্ট্রিক্ট, বাংলাদেশ প্রকল্প’’ এর কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়নে মতামত ও সুপরামর্শ গ্রহণের জন্য প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেেব উপস্থিত থেকে সভার উদ্ভোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্ত্বে ও আভাস প্রকল্পের ব্যবস্থাপক এস. এম. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেেব বক্তব্য রাখেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম. জাহাঙ্গীর, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহাম্মেদ, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল বাশার, প্রধান পরিকল্পনা কর্মকর্তা মোঃ সানজিদ হোসেন, স্থপতি মোঃ হাসিব মাহমুদ টিপু, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র এবং ক্রিশ্চিয়ান এইড এর প্রতিনিধি প্রকল্প সমন্বয়কারী বিজয় বিশ্বাস, এনজিও প্রতিনিধি, কমিউনিটি লিডার, নারী নেত্রী ও সেচ্ছাসেবকবৃন্দসহ আরো অনকেে ।

এ সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং ফলাফল বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার বক্তবে প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন। এছাড়াও প্রকল্পটি সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়নরে লক্ষ্যে উপস্থিত সকলের মতামত ও সুপরামর্শ গ্রহণ করা হয়।

বার পড়া হয়েছে।