ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে সংবর্ধনা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১১, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতি চ্যারিটি সংগঠন নিউ হোপ গ্লোবাল এর চেয়ারপার্সন ও যুক্তরাজ্য বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ডঃ ফয়েজ উদ্দিন এমবিই বলেছেন, উচ্চ শিক্ষা গ্রহনের ক্ষেত্রে সিলেট অঞ্চলের মানুষ পিছিয়ে রয়েছে। একারনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়েও সিলেটের লোকজন নেই। ফলে সিলেট অঞ্চল কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। আগামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্ছ গুরুত্ব দেওয়া হবে। আমাদের সিরাজ উদ্দিন আহমদ একাডেমী সুনামের সহিত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় ১২০০ শিক্ষার্থী বর্তমানে এই শিক্ষা প্রতিষ্টানে অধ্যয়ন করছে জেনে খুশি হয়েছি। এই শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে আপনাদের নিয়ে কাজ করে যেতে চাই। তিনি সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে বুধবার দুপুর ১২টার সময় সংবর্ধনার জবাবে এই কথাগুলো বলেন।

সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল আহমদ এর সভাপতিত্বে শিক্ষক  মোকাব্বির আলী এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ আহমেদুর রব, বিশিষ্ট সমাজসেবী ও শ্রীরামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও দৈনিক কাজির বাজার পত্রিকার স্টফ রিপোর্টার মোঃ আব্দুল হাছিব, শিক্ষানুরাগী আব্দুর রহমান, শিক্ষক শাহেদা খানম, ময়নুল ইসলাম, অজিত কুমার পাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহবুবা বেগম।

৬৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।