ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের আতিয়া মহলের জঙ্গিবিরোধী আসামিরা বেকসুর খালাস

rising sylhet
rising sylhet
এপ্রিল ৫, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- বুধবার (৫ এপ্রিল) সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের আদালত এই রায় ঘোষণা করেন। সিলেটে আলোচিত আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার তিন আসামিকেই বেকসুর খালাস দিয়েছে আদালত।

আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানকালে সেখানে অবস্থানরত জঙ্গিদের সবাই নিহত হওয়া, পরবর্তীতে বাকিদের আত্মঘাতী হওয়া এবং গ্রেপ্তারকৃত তিন ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামে একই ধরনের মামলা চলমান থাকায় আদালত এই মামলায় তাদের নির্দোষ ঘোষণা করে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি মামলার সাফাই সাক্ষ্য ও ১৪ মার্চ যুক্তিতর্ক শেষ হয়। মামলায় ৩৩ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দেন ২১ জন।
এই মামলায় খালাস পাওয়া বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার বাইশারীর জহুরুল হক ওরফে জসিম, মো. হাসান ও জহরুল হক ওরফে জসিমের স্ত্রী আর্জিনা ওরফে রাজিয়া সুলতানা-তিনজনই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য। বর্তমানে তারা কারাগারেই রয়েছেন।

২০১৭ সালের ২৩ মার্চ দিবাগত রাত থেকে আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। অভিযানে র‌্যাব, পুলিশ, পুলিশের বিশেষ ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), সেনাবাহিনীর কমান্ডো দল অংশ নেয়।

সেনাবাহিনীর পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইট’ শেষে ভবনের ভেতর থেকে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। অপারেশন শেষ হওয়ার আগে অভিযান চলাকালে আতিয়া মহল থেকে কিছু দূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে র‌্যাবের গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, দুই পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছিলেন।

১২৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।