রাইজিংসিলেট- সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ ফল মার্কেটে আগুন লেগেছে। আজ সোমবার (১৭এপ্রিল) দুপুর ১২টার দিকে।
আগুন নিয়ন্ত্রণে ৩টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী ফল মার্কেটের ব্যবসায়ী আহসান হাবিব মঈন।
জানা যায়, দক্ষিণ সুরমার কদমতলীস্থ ফল মার্কেটে একটি প্লাস্টিকের ক্যারেট (ঝুড়ি) গুদামে আগুন লাগে। দুপুর ১২টার দিকে আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক মো.মনিরুজ্জামান বলেন, দুপুর সাড়ে ১২টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম।কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাহায্য চাওয়া হয় তালতলা, সেনানিবাস ও গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের। তবে তালতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফলে অন্য দুটি স্টেশনকে না করে দেয়া হয়।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত আসছে…