সিলেটের কুশিয়ারা নদীতে এক জেলের জালে ১০০ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। যা নগরীর বন্দরবাজারের লালবাজারে বিক্রির জন্য আনা হয়।
সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে বিক্রির জন্য আনা হয় ১০০ কেজির বাঘাইড়। বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে।
আনোয়ার জানান, বুধবার সকাল ১০টায় মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে। কারণ এতো বড় মাছ কেউ পুরোটা কিনবে না। প্রতি কেজির মূল্য ১৫০০-২০০০ টাকা।
তবে জেলেদের কাছ থেকে কত টাকায় মাছটি কিনেছেন তা জানাতে চায়নি এই মাছ বিক্রেতা।
বাজারে বড় আকারের বাঘাইড় মাছ আনার খবর শুনে অনেক মানুষ এসে দেখেছেন; অনেকে মোবাইল ফোনে ছবি তুলছেন। কেউ-কেউ মাছটি হাত দিয়ে ছুঁয়েও দেখছেন।
এর আগে ১৪ মার্চ কুশিয়ারা নদীতে জকিগঞ্জ এলাকায় জেলের জালে ১৫০ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছিল। সেটিও এই মাছ ব্যবসায়ী কেটে বিক্রি করেন।
৫৪ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।