
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর নেতৃবৃন্দ।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান প্রমুখ।
সাক্ষাতকালে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও গ্রীণ ডিসএব্যান্ড ফাউন্ডশন (জিডিএফ)’র প্রতিষ্টাতা, সিলেটের সর্বজন পরিচিত বহুমুখী প্রতিভার অধিকারী মরহুম রজব আলী খান নজীবের হাতে গড়া প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজে নিয়োজিত প্রতিষ্ঠান গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। জেলা জেলা প্রশাসক ধৈর্যসহকারে প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নের কার্যক্রম বিষয়গুলো শুনেন।