ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের নিরা প ত্তা নিয়ে চ ক সাজিয়েছে মহানগর পুলিশ

rising sylhet
rising sylhet
মার্চ ২৭, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরে টানা ৯ দিনের সরকারি ছুটি। পরিবার-পরিজন নিয়ে বাড়ি যাবেন শহরের মানুষজন। ফাঁকা থাকবে সিলেট মহানগরী। সেই সময়ে সিলেটের নিরাপত্তা নিয়ে চক সাজিয়েছে মহানগর পুলিশ (এসএমপি)। নেওয়া হয়েছে মহানগরজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণের উদ্যোগ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে মহানগরীতে রাখা হচ্ছে বাড়তি মোবাইল পার্টি ও ট্রাফিক ব্যবস্থাপনা। সাদা পোশাকেও মোতায়েন থাকবে পুলিশ। এছাড়া পর্যটকদের নিরাপত্তায় এসএমপি বিশেষ নজরদারি ও টহল রাখবে।

এসএমপি সূত্র জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে তাদের বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম আজ (বৃহস্পতিবার) রাত থেকে শুরু হচ্ছে। ছুটির টানা ৯ দিন ২৪ ঘন্টা মহানগরজুড়ে পুলিশি টহলের পাশাপাশি এসএমপির ছয় থানায় এলাকার গুরুত্বপূর্ণ সব সড়ক ও পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা হবে।

এছাড়াও ঈদের দিন সিলেটের শাহী ঈদগাহ, শাহজালাল (র.) দরগাহ মাজার, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ, আলিয়া মাদরাসা ময়দানসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে বিশেষ নিরাপত্তা দিবে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।