raising sylhet
ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‘সিলেটের বিদ্যুতের বৈষম্য ও অসহনীয় লোডশেডিং বন্ধ করুন’

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিদ্যুতের বৈষম্য ও অসহনীয় লোডশেডিং বন্ধের দাবি জানিয়েছেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কয়েক দিন ধরে ভাদ্র মাসের প্রচণ্ড খরতাপে পুড়ছে সিলেট। এরই মধ্যে অসহনীয় বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জনজীবনে দুর্বিষহ অস্থিরতা বিরাজ করছে। ফলে বাসাবাড়িতে পানির জন্য হাহাকার শুরু হয়েছে। লোডশেডিং এর তীব্রতায় সিলেটের লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহক অতিষ্ঠ হয়ে উঠেছেন। গত কয়েক দিন ধরে বেলা বাড়ার সাথে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। আর এ সময় বিদ্যুত না থাকার কারণে ব্যবসা-বাণিজ্য, ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ও সাধারণ মানুষের কর্মতৎপরতা খুবই বাধাগ্রস্ত হচ্ছে।
সিলেটবাসীর জিজ্ঞাসা, সিলেটের উৎপাদিত বিদ্যুৎ সিলেটবাসীকে না দিয়ে জাতীয় গ্রিডে নেয়াটা এক ধরনের বৈষম্য। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে সিলেট। সিলেটের প্রাকৃতিক সম্পদ ও বৈদেশিক মুদ্রা দিয়ে দেশের অর্থনীতি যারা সমৃদ্ধ করে যাচ্ছে, তাদেরকে কষ্ট দেয়া কতটা যুক্তি সঙ্গত! সিস্টেম লস ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ দাবি উঠেছে।
নেতৃবৃন্দ অবিলম্বে বাড়তি বিলসহ প্রিপেইড মিটারের গ্রাহক ভোগান্তি দূর করা, সিলেটের বিদ্যুতের বৈষম্য ও অসহনীয় লোডশেডিং বন্ধ করার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের নিকট জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

২৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।