সিলেটের বেশ কয়েকটি এলাকায় সোমবার (২ ডিসেম্বর) ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলাকাগুলো হলো- মেন্দিবাগ, সোবাহনাীঘাট, বিশ্বরোড, চালিবন্দর, কাস্টঘর, জেলগেট, বন্দররোড, ওসমানী শিশুপার্ক, মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও আশপাশ এলাকাসমূহ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৩ পর্যন্ত (সাত ঘণ্টা) মহানগরের ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
৩৮ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।