সোমবার, ২০ মে ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

News Headline :
যুক্তরাজ্য সম্প্রতি স্নাতক ভিসা চালু করেছে-কমপক্ষে ২ বছর দেশে থাকার সুযোগ দিবে মানুষ মাত্রই ভুল-নুরুল হাসান সোহান সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবিতে সিলেটবাসীর মানববন্ধন আমার বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো কাগজ পাইনি – খসরু ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে সৌদিতে সাঁতারের পোশাক বা স্নানপোশাক পরিহিত নারীদের ফ্যাশন শো! চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টিসহ হাওয়া বয়ে যেতে পারে যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান-প্রধানমন্ত্রী ব্যাংকে সাংবাদিক ঢুকবে না, তাহলে কি মাফিয়া, মাস্তান, ঋণখেলাপিরা ঢুকবে- রিজভী কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে-আইজিপি
সিলেটের মাঠে প্রস্তুতি ম্যাচ বাতিল করল নিউজিল্যান্ড

সিলেটের মাঠে প্রস্তুতি ম্যাচ বাতিল করল নিউজিল্যান্ড

রাইজিংসিলেট- বিশ্বকাপের পরপরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। মূল সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলার কথা। তবে শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচটি বাতিল হচ্ছে।

আগামী ২৩ ও ২৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল। এই ম্যাচটি বাতিল হলেও পূর্বঘোষিত সূচি অনুযায়ীই বাংলাদেশে আসার কথা তাদের। ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল ঢাকায় পা রাখবে।

বিসিবির কাছে প্রস্তুতি ম্যাচ বাদ দেওয়ার অনুরোধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। মূলত তাদের বিশ্বকাপ যাত্রা দীর্ঘ হওয়ার কারণে এই ম্যাচটি খেলতে চাচ্ছে না সফরকারীরা। কিউইদের এমন আবদারে সম্মতি জানিয়েছে বিসিবিও। তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস। আগামী ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচ দিয়ে পাঁচ বছর পর সিলেটে টেস্ট ক্রিকেট ফিরবে। আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এ সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।

এরই মধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী সপ্তাহে দল ঘোষণা করতে পারে বাংলাদেশও।

২২৬ বার পড়া হয়েছে।





© All rights reserved © risingsylhet.com
Design BY Web Home BD
ThemesBazar-Jowfhowo