রাইজিংসিলেট- সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে সিলেটসহ সারাদেশে বিএনপির ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সিলেটে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে সিলেটে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধ আহবানকারী বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।
সিলেটের সড়কগুলোতে যানবাহন চলাচল আগের মতোই স্বাভাবিক রয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো সিলেটে এসে প্রবেশ করছে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও যথারীতি বাস ছেড়ে যাচ্ছে।
অবরোধকারীদের বিশৃঙ্খলা ও যেকোনো ধরনের তৎপরতা ঠেকাতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন সড়কে সকাল থেকে হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। অফিসগামী লোকজনকে গণপরিবহনে ও ব্যক্তিগত গাড়ি নিয়ে কর্মস্থলে ছুটতে দেখা গেছে।
সিলেটের কদমতলী ও কুমারগাঁও বাস টার্মিনালে যাত্রী সংখ্যা কম থাকলেও বাস এসে প্রবেশ করছে এবং যথারীতি ছেড়েও যাচ্ছে।
অবরোধের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত যানবাহন বন্ধ রেখেছে। তবে শিক্ষার্থীরা অবরোধ ডিঙিয়ে নির্ধারিত যানবাহন ছাড়াও গণপরিবহনে স্কুল কলেজে যেতে দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত অবরোধকারীদের কোথাও কোন অবস্থান বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মাঝ পথেই পণ্ড হয় যায় বিএনপির সমাবেশ। সমাবেশ বানচালের প্রতিবাদে পরের দিন (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা বিএনপি হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেওয়া হয়।
৭৩ বার পড়া হয়েছে।