
সিলেটে আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন বিষয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। এসময় তিনি একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন।
শাহ সাহেদা আখতার বলেন, ’পরিবেশের ইস্যুতে সিলেট বিভাগে এ পর্যন্ত ২৯ টি মামলা হয়েছে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সম্পাদিত কার্যক্রম এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেলার নেটওয়ার্ক সদস্য ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী।
এসময় আইনজীবী, সিলেট বিভাগের ৪ জেলা ও বিভিন্ন উপজেলার বেলার সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেব্যাপারে পরামর্শ দেন৷