ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ইমদাদ চৌধুরীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৫, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আত্মশুদ্ধির মাস মাহে রমজান আমাদের মাঝ থেকে ক্রমেই বিদায় নিচ্ছে। সামনে আসছে পবিত্র ঈদুল
ফিতর। কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে খেটে খাওয়া মানুষ ঠিকমতো দুমুঠো ভাত খেতে পারছেনা। অসহায় দরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দ থেকে
বঞ্চিত হওয়ার উপক্রম। ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির মাশুল গুনতে হচ্ছে দেশের জনসাধারণকে। এই সরকারের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।
ঈদ আনন্দে অসহায় হতদরিদ্র মানুষগুলোকে শামিল করতে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।

তিনি শনিবার বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী (ফুডপ্যাক) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব চৌধুরী,
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব, সাবেক মহানগর
বিএনপি নেতা আলমগীর বক্ত চৌধুরী শুয়েব, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর্জা বেলায়েত হোসেন লিটন, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুতফুর রহমান মোহন, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব উল কিবরিয়া, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক মুমিনুর রহমান জনি, মহানগর যুবদল নেতা আরিফুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লা রাশেদ রাজা প্রমূখ।

১০০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।